Vastu Decorative Items – বাস্তু মেনে ঘরের ডিজাইন পরিকল্পনা। এই পদ্ধতিতে ঘরে রাখুন এই 10 টি গাছ, সুখ সমৃদ্ধি উপচে পড়বে।

বাস্তু শাস্ত্র মতে (Vastu Decorative Items) গৃহে সুখ শান্তি ও আয় বৃদ্ধি হবে: আজকাল কাজের চাপে মন ভালো রাখা রীতিমতো দায় ভার হয়ে উঠেছে । তার উপর কোনও অশান্তি ঝামেলা হলে তো আর কথাই নেই। বাড়ির ভিতরে কিছু গাছ লাগালে মন ভালো থাকে (Vastu Decorative Items). এই গাছগুলির সেই কারণেই সুখ্যাতি।

ঘরের মধ্যে, বারান্দায় বা দরজার মুখে গাছ সাজিয়ে রাখতে চান, বাস্তু মেনে যদি করতে চান, তাহলে বাড়ির বা ফ্ল্যাটের প্রধান দরজার সামনে লাগান এই ১০ ধরনের গাছ। তাতে মন ভালো থেকে ঘরে সুখ-শান্তি বজায় থাকবে (Vastu Decorative Items), বর্ষণ হবে অর্থেরও।

Vastu Decorative Items – Which Tree is Good As Per Vastu

অনেকে বাস্তুমতে সাজান , আবার অনেকে বাস্তু না মেনেই মনের মতো ঘরের সজ্জা পাল্টে ফেলেন। আর এখানেই ঘটে অঘটন। বাস্তুমতে, ঘরের প্রতিটি জিনিসেরই গুণ ও গুরুত্ব রয়েছে। সেগুলি কোথায়, কীভাবে রাখা উচিত, তা জানা সকলের দরকার। বাস্তুশাস্ত্র অনুসারে, ব্রহ্মা মানবজাতির কল্যানের জন্যই বাস্তুশাস্ত্র তৈরি করেছিলেন।

এই শাস্ত্রে উল্লেখ রয়েছে বেশ কিছু নিয়ম। এই নিয়মগুলি মেনে চললে জীবনের অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারেন । শুধু তাই নয়, বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরের ভিতর অনেকেই গাছপালা দিয়ে সাজিয়ে রাখতে ভালোবাসেন। সুখ, সমৃদ্ধি ও পজিটিভিটি বজায় রাখার জন্য বাস্তুমেনে এই গাছগুলি সাজিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ (Vastu Decorative Items)।

ঘরের মধ্যে, বারান্দায় বা দরজার মুখে, বাস্তু মেনে যদি করতে চান, তাহলে বাড়ির বা ফ্ল্যাটের প্রধান দরজার সামনে লাগান এই ১০ ধরনের গাছ (Vastu Decorative Items). তাতে ঘরে সুখ-শান্তি বজায় থাকবে, বর্ষণ হবে অর্থেরও। কোন গাছ ভাগ্যের চাকা এক নিমেষে বদলে দিতে পারে, সেইসবই এখানে আলোচনা করা হয়েছে…

মনমেজাজ চাঙ্গা রাখতে আমরা কতকিছুই না করি। একেক জন একেক উপায়। মন ভালো রাখার চেষ্টা করেন। তবে গাছও কিন্তু মন ভালো রাখতে জানে (Vastu Decorative Items).

ল্যাভেন্ডার

ল্যাভেন্ডার গাছটি একটি বহুবর্ষজীবী ফুলের সুগন্ধযুক্ত ঔষধি বা গুল্ম জাতীয় গাছ যা ৪০ সেমি থেকে ৮০ সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত হয়ে থাকে। ল্যাভেন্ডার উদ্ভিদটি সাধারণত ভূমধ্যসাগরীয় অঞ্চলে উদ্ভূত। তবে, ল্যাভেন্ডার বাড়ির উঠোনে, ছাদে সব জায়গাতেই হয়ে থাকে।

বাণিজ্যিকভাবে ল্যাভেন্ডারের চাষ আপনাকে আর্থিক দিক থেকে লাভবান করতে পারে। সাধারণত, কাশ্মীরে ল্যাভেন্ডার চাষে কৃষকরা ব্যাপক সাফল্য পেয়ে থাকে। ভারতের কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে এবং হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশে এর ব্যাপক চাষ হয়ে থাকে।

ল্যাভেন্ডারের উপকারিতা

  • ল্যাভেন্ডার ইনডোর প্ল্যান্টগুলির মধ্যে বেশ বিখ্যাত।
  • মূলত সুগন্ধের জন্যই এর খ্যাতি।
  • ল্যাভেন্ডার প্রায়ই অ্যারোমা থেরাপির কাজে লাগে।
  • এতে স্ট্রেস কমে।

স্নেক প্ল্যান্ট

কিছু গাছপালা রয়েছে. যেগুলি ভাগ্যকে বদলাতে সাহায্য করে. অফিসে বা বাড়িতে বাস্তু মেনে সেইসব গাছ লাগানো উচিত। কারণ সেগুলি সৌভাগ্য, প্রাচুর্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়।

বাস্তুশাস্ত্র মতে, অনেকেই অন্দরমহলে নানা জাতের গাছপালা লাগিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে ভালোবাসেন। বাইরের দূষিত বাতাস থেকে রক্ষা পেতে অন্দরেই সবুজের মেলা সাজিয়ে তাক লাগিয়ে দেন। অনেকে গাছের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে। বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি গাছ লাগিয়ে শখ পূরণ করেন। তবে বিভিন্ন গাছ বাড়িতে আনার আগে দেখে নেওয়া উচিত। বাস্তুশাস্ত্র মতে সেইসব গাছ সঠিক ও নির্দিষ্ট জায়গায় রাখা দরকার (Vastu Decorative Items).

মনে রাখা দরকার, বাড়ির ভিতরে এই সবুজ গাছের মূল কাজই হল ঘরের বাতাসের গুণমানকে উন্নত করে সতেজ করে তোলা। বিষাক্ত বায়ু নিমেষে গায়েব হয়ে যায়। তবে সমস্ত সবুজ গাছের ভূমিকাগুলি সবক্ষেত্রে একভাবে কার্যকর নয়। কিছু গাছপালা রয়েছে. যেগুলি ভাগ্যকে বদলাতে সাহায্য করে. অফিসে বা বাড়িতে বাস্তু মেনে সেইসব গাছ লাগানো উচিত। কারণ সেগুলি সৌভাগ্য, প্রাচুর্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়।

মানি প্ল্যান্ট গাছ অনেকেরই বাড়িতে দেখা যায়। তবে স্নেক প্ল্যান্টও সৌভাগ্য বয়ে নিয়ে আসে (Vastu Decorative Items). বাড়ির ভিতরে ও বাইরে উভয় ক্ষেত্রেই পুঁতলে বেড়ে ওঠে। বাড়ির সঠিক জায়গায় রোপণ করলে এই গাছের অনেক সুবিধা রয়েছে। বাথরুম ও বেডরুমের জন্য বাস্তুতে এই গাছটির গুরুত্ব সবচেয়ে বেশি। এছাড়া বসার ঘরে ও ডাইনিং হলের কি্ছু নির্দিষ্ট কোণে রাখলে ভাগ্যের চাকা অন্য খাতে ঘুরতে শুরু করবে।

বাস্তুশাস্ত্র মতে উপকারিতা

বাস্তু অনুসারে, স্নেক প্ল্যান্টের অনেক উপকারিতা রয়েছে (Vastu Decorative Items). এর কারণ, বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছ আসলে পজিটিভিটির প্রতীক। ইনডোর প্ল্যান্ট হিসেবে এই গাছ বাতাস থেকে চারটি গুরুত্বপূর্ণ টক্সিন দূর করার ক্ষমতা রাখে। এই ইনডোর প্ল্যান্টটি ঘরে অক্সিজেনের প্রবাহকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এছাড়া মানসিক চাপ কমাতে সাহায্য করে। শোওয়ার ঘরে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতেও সাহায্য করে।

সব ধরনের উপকার পেতে স্নেক প্ল্যান্ট বাস্তুশাস্ত্রের সঠিক দিক খুবই গুরুত্বপূর্ণ। বাস্তু অনুসারে, বাড়ির পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব কোণে স্নেক প্ল্যান্ট রাখা ভাল। আপনি যে কোনও টেবিল বা পৃষ্ঠের উপরে উদ্ভিদ স্থাপন এড়ানো উচিত। অন্য কোনও গৃহমধ্যস্থ গাছপালা দ্বারা বেষ্টিত করা উচিত নয়।

এইভাবে বাড়ির ইন্টেরিয়র ডিজাইন বদলে ফেলুন। শীত ঘরে ঢুকতেই পারবে না।

জেসমিন

জেসমিন তাঁর সুগন্ধের জন্য বিখ্যাত। ঘরের ভিতর এই গাছ লাগালে মেজাজ ভালো থাকে। একই সঙ্গে উত্তেজনা প্রশমনে সাহায্য করে এই ইনডোর প্ল্যান্ট।

রোসমেরি

কাজে মন বসছে না, রোসমেরির গুণ সহজেই মনকে শান্ত করে। একাগ্র করে কাজে। রান্নার উপকরণ হিসেবে প্রায়ই ব্যবহার করা হয় রোসমেরি।

পিস লিলি

পিস লিলি নামেই আছে পিস অর্থাৎ শান্তি। মনকে শান্ত করে এই ইনডোর প্ল্যান্ট। একইসঙ্গে এটি ঘরের হাঐয়া বিশুদ্ধ রাখে‌। যা মন ভালো রাখতে বিশেষ দরকার।

তুলসী গাছ

বাস্তু মতে এই গাছ বাড়িতে থাকা অবশ্যই আপনার বাড়ির জন্য শুভ(Vastu Decorative Items). শাস্ত্রে এই গাছের পাতা অর্থাৎ তুলসী পাতা দিয়ে রাধাকৃষ্ণের পূজা করা হয়। তাই ধর্ম মতেও এই গাছ অত্যন্ত উপযোগী। তবে এই গাছ যেকোনো দিকে লাগানো যায় না। সাধারণত পূর্ব দিকে অর্থাৎ সূর্য উদয়ের দিকে আবার উত্তর ও উত্তর-পূর্ব দিকে এই গাছ লাগালে আপনার বাড়িতে সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে।

তবে এই গাছের পাতা যেকোন সময় তোলা যায় না। সকাল ১২ টার মধ্যেই এই গাছ থেকে আপনার প্রয়োজনীয় পাতা সংগ্রহ করবেন। আর স্নানের পর ভিজে কাপড়ে এই গাছে জল নিবেদন করবেন। সন্ধ্যার সময় এই গাছের সামনে প্রদীপ জ্বালাতে ভুলবেন না। আপনার বাড়িতে বা আপনার জীবনে সবকিছু শুভ হবে।

সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস। বাস্তুশাস্ত্র অনুসারে, যদি বাড়ির মূল দরজায় একটি তুলসী গাছ লাগাতে পারেন, (Vastu Decorative Items) তাহলে ঘরে নেতিবাচক শক্তির প্রভাবে দূর হয়ে ইতিবাচক শক্তির যোগাযোগ বৃদ্ধি পায়।

জুঁই ফুলের গাছ

(Vastu Decorative Items) বাস্তুশাস্ত্র অনুসারে, আয় বৃদ্ধি করতে চান, তাহলে বাড়ির প্রধান দরজায় জুঁই ফুলের গাছ লাগাতে পারেন। এই গাছের ফুল শুধুমাত্র সুগন্ধে ভরিয়ে তুলবে তা কিন্তু নয়, বরং আয়ের একাধিক উৎসও তৈরি করতে পারে।

তাল গাছ

বাড়িতে কি রোজকার অশান্তি লেগেই রয়েছে, এমন এক পরিবেশ তৈরি হয়েছে, তাতে দমবন্ধ হওয়ার উপক্রম, এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল প্রবেশদ্বারে একটি তাল গাছ লাগাতে পারেন (Vastu Decorative Items). বাড়িতে ইতিবাচক শক্তি যেমন বাড়ে, তেমনি গৃহের দমবন্ধ করা পরিস্থিতি হ্রাস করতেও সাহায্য় করে।

পুরোনো স্টাইলের মেলবন্ধনে বাজারে এলো নতুন ড্রেস। পড়লেই সকলের নজরে পড়বেন।

মানি প্ল্যান্ট

নামের মাধ্যমেই বুজতেই পারছেন এই গাছের কল্যাণকর গুণের কথা। বাস্তু মতে এই গাছ বাড়িতে থাকলে আপনার জীবনে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি অবশ্যই হবে (Vastu Decorative Items). তবে এই গাছ বাড়ির যেকোন জায়গায় থাকলে কাঙ্খিত ফল পাওয়া যায় না। বাড়ির মধ্যে দক্ষিণ দিকে এই গাছ থাকা শুভ। অর্থাৎ সূর্যের প্রখর তাপ যেন এই গাছের উপর সরাসরি না এসে পড়ে।

তবে আপনার সয়ন কক্ষে এই গাছ রাখতে পারেন। কিন্তু সেক্ষেত্রে এই গাছ যেন আপনার বিছানার এমন দিকে থাকে যেদিকে আপনার মাথা থাকে। ভুলেও আপনার বিছানার এমন দিকে রাখবেন না, যেদিকে আপনি পা রাখেন। এই গাছ অপবিত্র হাতে বা স্নানের আগে স্পর্শ করবেন না। স্নানের পর খুব দরকার থাকলে তবেই এই গাছ হাত দিতে পারেন।
সুখ-শান্তিতে থাকতে কে না চায়, সমৃদ্ধি বাড়াতে বাডডির মূল দরজায় (Vastu Decorative Items) মানি প্ল্যান্ট লাগাতে পারেন। তাতে শুধু অর্থবৃদ্ধি হবে তাই নয়, সুখ-সমৃদ্ধিও বাড়বে তরতরিয়ে।

ফার্ন উদ্ভিদ

ফার্ন উদ্ভিদকে বাস্তুশাস্ত্রে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। বাড়ির মূল দরজায় (Vastu Decorative Items) ফার্ন গাছ লাগালে ঘরের পরিবেশ পবিত্র হয়। বাড়িতে ইতিবাচক শক্তি যেমন বাড়ে, তেমনি বাড়িতে সুখ-সমৃদ্ধিও বৃদ্ধি পায়।

বাস্তুশাস্ত্র মতে বাড়িতে গাছ লাগানোর উপকারিতা

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে গাছপালা রাখা শুভ বলে মনে করা হয় (Vastu Decorative Items). বাড়ির জন্য বাস্তু গাছের উপকারিতা সম্পর্কে কিছু আলোকপাত করা যাকঃ

  • বাস্তু অনুসারে, গাছপালা পরিবেশ থেকে নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে (Vastu Decorative Item). এটি ইতিবাচক শক্তি আকর্ষণ করতে সাহায্য করে।
  • বাস্তু উদ্ভিদ শক্তির প্রবাহ ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
  • কয়েকটি বাস্তু গাছ স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করে।
  • বাস্তু গাছগুলি বাসিন্দাদের আর্থিক অবস্থাকেও উন্নতি করতে পারে।
  • বাস্তু গাছগুলি সঠিক বসানোও প্রয়োজনীয়; গাছপালা যদি বাস্তুর সাথে সঙ্গতিপূর্ণ না হয় তবে এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং দুর্ভাগ্যকে আকর্ষণ করতে পারে।

Home Decoration – কম খরচে বাড়ি সাজানোর উপায়। আপনার ছোটো বাড়ি বা ফ্লাটটিকে বড় দেখাতে করে ফেলুন এই সামান্য পরিবর্তন।

এই ১০ বাস্তু টিপস কাজ করে ম্যাজিকের মতো! বাস্তুশাস্ত্র মতে ভাগ্য ফেরাতে মেনে চলুন এই টিপসগুলি।

বাড়ির পূর্বদিকে অশ্বত্থ গাছ থাকা, পশ্চিমে বটগাছ, উত্তরে ডুমুর গাছ থাকা বাস্তুশাস্ত্র অনুযায়ী অশুভ। এছাড়া আরও কিছু নিয়ম-নীতি আছে যেগুলি ব্যবহার করলে শুধু আপনি একটি সুন্দর বাগানই পাবেন না, সঙ্গে পাবেন বাড়ির ও পরিবারের সুন্দর জীবন। রামায়ণ-মহাভারতের বৃক্ষের শক্তির কথাও আমারা জানতে পারি।

ভাগ্যের সঙ্গ পেতে কোন ধরনের গাছ, বাড়ির কোথায় রাখতে হবে, সেই সম্পর্কেও বাস্তুশাস্ত্রে বিস্তারিত আলোচনা করা হয়েছে (Vastu Decorative Items). তাই যাঁরা চটজলদি সাফল্য পেতে আগ্রহী, তাঁরা এই নিয়মগুলি মেনে চলতেও ভুলবেন না যেন!

১) বড় গাছ পুঁততে হবে বাড়ির পিছন দিকে। আর যদি সে সুযোগ না থাকে, তাহলে দক্ষিণ-পশ্চিম দিকেও পুঁততে পারেন, তাতে পারিবারিক সুখ-শান্তি যেমন বজায় থাকবে (Vastu Decorative Items), তেমনই কর্মক্ষেত্রে উন্নতি লাভের সম্ভাবনাও বাড়বে।

২) বাড়িতে ভুলেও তেঁতুল এবং বট গাছ লাগানো চলবে না। কারণ, বাস্তুশাস্ত্র মতে এমন গাছ বাড়িতে থাকলে পরিবারের সদস্যদের নানা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
৩) নারকেল এবং লেবু গাছ বাড়িতে থাকলে নাকি রোগভোগের আশঙ্কা কমে।

৪) তুলসি গাছ রাখতে হবে পূর্ব অথবা উত্তর-পূর্ব দিকে (Which Tree Is Good In Front Of House As Per Vastu). তবেই নানা উপকার মিলবে।
৫) গাছের পাতা শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দেবেন। কারণ, বাস্তুশাস্ত্র মতে গাছে শুকনো পাতা থাকাটা অশুভ লক্ষণ।

৬) তিন ফুট বা তার থেকে কম উচ্চতার গাছ রাখতে হবে বাড়ির পূর্ব অথবা উত্তর-পূর্ব দিকে।
৭) ক্যাকটাসের মতো কাঁটা জাতীয় গাছ ভুলেও বাড়িতে রাখা চলবে না। তবে গোলাপ ফুলের গাছ বাড়িতে রাখতেই পারেন, তাতে কোনও ক্ষতি নেই।

৮) পূর্ব দিকে বাঁশ গাছ রাখলে কোনও শারীরিক ক্ষতি হওয়ার আশঙ্কা কমে। আর যদি দক্ষিণ-পূর্ব দিকে রাখেন, তাহলে অর্থনৈতিক উন্নতি ঘটতে সময় লাগবে না, সেই সঙ্গে পরিবারে সুখ-শান্তিও বজায় থাকবে (Vastu Decorative Items).

৯) স্ট্রেস-অ্যাংজাইটির কারণে কি রাতের ঘুম উড়েছে, তাহলে বাড়িতে জুঁই ফুলের গাছ এনে রাখতে পারেন। জুঁই ফুলের গন্ধে দেখবেন স্ট্রেসের প্রকোপ কমতে সময় লাগবে না।
১০) বাস্তুশাস্ত্র মতে বাড়ির দক্ষিণ বা পূর্ব দিকে মানি প্ল্যান্ট গাছ রাখলে বেশি উপকার পাওয়া যায় (Vastu Decorative Items).

Leave a Comment