গাড়ি কেনার স্বপ্ন দেখেন না এমন মধ্যবিত্ত এর সংখ্যা খুবই কম। তাই আমরা আপনার জন্য এনেছি ১০ লাখের মধ্যে সেরা ৫ টি গাড়ীর সন্ধান (Top 5 Cars under 10 Lakh). কারণ শখ করে অনেকেই বাড়িতে আনতে চান একটি চার চাকার মডেলের গাড়ি। তবে সাধ আর সাধ্যের মধ্যে পার্থক্য কিন্তু অনেকটাই। ইউটিউবের দৌলতে বিলাসবহুল দামি গাড়ির অন্দরসজ্জা কিংবা ডিজাইন সকলের মন জয় করলেও লক্ষাধিক টাকা খরচ করে সেই দামি গাড়ির চাবি হস্তগত করার সুযোগ সাধারণত অনেকেরই ধরা ছোঁয়ার বাইরে। তাদের কথা ভেবেই মাত্র 10 লাখ টাকা (ex-showroom price) বাজেটের মধ্যে ভারতের সেরা 5 টি চোখ ধাঁধানো ডিজাইন এবং শক্তিশালী ইঞ্জিন সমৃদ্ধ গাড়ির তালিকা তৈরি করলাম আমরা।
Top 5 Cars under 10 Lakh In Ex-Showroom Price.
যা এই দামে বছর কয়েক আগে কল্পনাই করা যেত না। কিন্তু সময় এগোচ্ছে, পরিস্থিতিও বদলাচ্ছে তরুণ ভারতীয় গ্রাহকদের কথা মাথায় রেখেই Indian Top 5 Cars under 10 Lakh নিয়ে এসেছে একগুচ্ছ আধুনিক ফিচার্স অফার করছে Tata Motrs থেকে Maruti Suzuki। পারফরম্যান্স হবে দমদার, ভালো মাইলেজ দেবে একই সঙ্গে থাকতে হবে হাই টেক ফিচার্স 10 লাখ বাজেটের মধ্যে থেকে কারো চাহিদা যদি এমন হয় তাহলে তাকে হতাশ হতে হবে না। ভারতে এমন 5 টি গাড়ি রয়েছে যেখানে সমস্ত প্রত্যাশা পূরণ করতে পারবেন। একনজরে দেখে নেওয়া যাক সেই 5 টি গাড়ি।
Mahindra XUV300
Top 5 Cars এর তালিকায় একেবারে শীর্ষ স্থানে রয়েছে Mahindra XUV300 Turbosport মডেলটি। মাহিন্দ্রার তৈরি এই গাড়িটি ভারতের অন্যতম সুরক্ষিত কম্প্যাক্ট SUV গাড়ি হিসাবে যথেষ্ট নাম করেছে। এর সবকটি ভ্যারিয়েন্টে চালিকাশক্তি সরবরাহ করে, 1.2 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ 128 HP শক্তি এবং সর্বাধিক 230 Nm টর্ক জেনারেট হয়। দাম শুরু হচ্ছে 9.29 লাখ টাকা (Top 5 Cars under 10 Lakh ex-showroom) থেকে।
Maruti Suzuki Fronx
এবছরেই Maruti Suzuki ভারতের বাজারে লঞ্চ করেছে। আর লঞ্ছ করতে না করতেই Top 5 Cars এর দ্বিতীয় স্থানে রয়েছে Maruti Suzuki. তাদের কুপ স্টাইলের মডেল Fronx, এর মধ্যে রয়েছে 1.0 লিটারের বুস্টার জেট পেট্রল ইঞ্জিন, যা 99 এইচপি শক্তি উৎপাদন করতে প্রস্তুত। পাঁচ ধাপ যুক্ত ম্যানুয়াল গিয়ার বক্সের পাশাপাশি অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে। Maruti Suzuki Fronx এর টার্বো ইঞ্জিন যুক্ত বেস সংস্করণের ex-showroom মূল্য 9.7 লাখ টাকা (Top 5 Cars under 10 Lakh).
মানসিক চাপ উপশমের জন্য ১০ টি প্রাকৃতিক উপায়, টেনশন এবার বিদায় নেবে।
Tata Altroz
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে Tata Altroz টাটা মোটরস এর গাড়ি। দেশের সবচেয়ে সুরক্ষিত হ্যাচব্যাক হল টাটা অ্যালট্রোজ। বর্তমানে এর iTurbo এডিশনে 1.2 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন। 7 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম সঙ্গে কানেক্টেড কার টেক। এছাড়া পাবেন সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অ্যামবিয়েন্ট লাইটিং, ক্রুজ কন্ট্রোল এবং সানরুফ (Top 5 Cars under 10 Lakh) যার চাহিদা এখন সবচেয়ে বেশি)।
Top 5 Cars এর মধ্যে বেশি মাইলেজ পেতে এই গাড়ির CNG ভেরিয়েন্টও নিতে পারেন। ফাইভ স্পিড গিয়ার বক্স সমৃদ্ধ এই ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ 108 HP শক্তি এবং সর্বাধিক 140 NM টর্ক জেনারেট হয়। টার্বো ইঞ্জিন যুক্ত টাটা অ্যালট্রোজ এর Ex-showroom মূল্য শুরু হচ্ছে 9.10 লাখ টাকা থেকে।
1.25 লাখ টাকা বাজেট! Hero Glamour এবং Bajaj Pulsar-র মধ্যে কনফিউশন? জেনে নিন কোনটা নিলে বাঁচবে টাকা!
Citroen C3
Citroen C3 গাড়ি খুব সদ্য লঞ্চ হয়েছে দেশে। লঞ্চ হওয়ার কয়েক দিনের অন্তরেই বেশ সাড়া ফেলেছে এই চারচাকা গাড়িটি। এই গাড়ির টপ এন্ড ভেরিয়েন্ট সাইন টার্বো যার দাম 8.92 লাখ টাকা (ex-showroom)। ফিচার্স পাবেন অ্যাপেল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট সহ 10.2 ইঞ্চি টাচস্ক্রিন, অ্যাডজাস্টেবেল ড্রাইভার সিট, চার স্পিকার সাউন্ড সিস্টেম, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, বৈদ্যুতিক ORVM এবং স্টিয়ারিং মাউন্টেড অডিও কন্ট্রোল।
Nissan Magnite And Renault Kiger
Indian Top 5 Cars under 10 Lakh এর তালিকায় একেবারে শেষ স্থানে রয়েছে Nissan Magnite এবং Renault Kiger। উভয় ক্ষেত্রেই একই ধরনের ইঞ্জিন দেখতে পাওয়া যাবে। 1.0 লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে দুই ক্ষেত্রেই। Nissan Magnite হল এই গাড়ির প্রিমিয়াম ভেরিয়েন্ট। যেখানে পাবেন 1 লিটার ম্যানুয়াল ট্রান্সমিশন। সঙ্গে ফিচার্স হিসাবে পাবেন 8 ইঞ্চি টাচস্ক্রিন ইনফো টেনমেন্ট সিস্টেম, 7 ইঞ্চি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, LED হেডলাইট ও DRL, অটো ক্লাইমেট কন্ট্রোল এবং রিয়ার এসি ভেন্ট।
এই ইঞ্জিনের থেকে সর্বোচ্চ 99 এইচপি শক্তি উৎপন্ন হয়। Nissan Magnite এর টার্বো ইঞ্জিন যুক্ত মডেলের ex-showroom মূল্য 9.19 লাখ টাকা থেকে শুরু হচ্ছে। অন্যদিকে Renault Kiger এর টার্বো এডিশন মাত্র 10 লাখ টাকা (Top 5 Cars under 10 Lakh ex-showroom).