Top 10 Vastu Tips For Home : বাস্তু শাস্ত্র মতে এইভাবে ঘর সাজান। গৃহে সুখ শান্তি ও আয় বৃদ্ধি হবে। এই ১০ বাস্তু টিপস মেনে চলুন!

Top 10 Vastu Tips For Home : বাস্তু শাস্ত্র মতে গৃহে সুখ শান্তি ও আয় বৃদ্ধি হবে, এই ১০ বাস্তু টিপস মেনে চলুন! কথায় আছে আমাদের সুখ,শান্তি,সমৃদ্ধি বেশ কিছুটা নির্ভর করে আমাদের বাসস্থানের বাস্তুর ওপর। এই বাস্তু শাস্ত্র কিন্তু একধরণের বিজ্ঞান যা আমাদের বাসস্থানের সঠিক নির্মাণকে নির্ধারিত করে এবং এর সাথেই জড়িয়ে পড়ে আমাদের ভালো থাকা বা মন্দ থাকা।

বাড়ির বাস্তু সঠিক হলে (Top 10 Vastu Tips For Home) তবেই কিন্তু আমাদের ভাগ্য ফিরে আসতে পারে যেমন পুরনো জমে থাকা কাজের সহজেই নিষ্পত্তি, রোগ মুক্তি, অর্থের আগমন এবং গমন এই দুই কিন্তু এই বাস্তুর ওপর নির্ভর করে। তাই অনেকেই কিন্তু এই বাস্তু শাস্ত্রের নিয়ম মেনেই নিজেদের বাড়ি তৈরী করে।

আজকে তাই আমি আপনাদের জানাবো কয়েকটি বাস্তু টিপস (Top 10 Vastu Tips For Home) যা মানলে কিন্তু আপনার ঘরে অর্থের আগমন ঘটবে বা ধনসম্পদের বৃদ্ধি হবে। দেরী না করে তাই চটপট জেনে নিন নিজের বাড়িকে বাস্তু মতে ঠিক কি ভাবে সাজালে কুবের দেবতা সন্তুষ্ট হবেন এবং গৃহে ধনের আগমন ঘটবে।

Top 10 Vastu Tips For Home

ধ্যান কক্ষ বা ঠাকুর ঘর

বাড়িতে একটি ঠাকুরঘর অবশ্যই রাখবেন (Top 10 Vastu Tips For Home)। ঠাকুরঘর বা ধ্যান কক্ষ আত্মনিরীক্ষণ বা উচ্চ শক্তির সঙ্গে একাত্ম হওয়ার গুরুত্বপূর্ণ স্থান। বাড়ির পূর্ব বা উত্তর-পূর্ব দিক আধ্যাত্মিক ক্রিয়াকলাপ যেমন ঠাকুরঘর, ধ্যান ও যোগের জন্য উপযোগী। পূর্ব দিকে মুখ করে ধ্যান করলে ইতিবাচক প্রভাব বৃদ্ধি পায়। ঠাকুর রাখার বেদীকে সুসজ্জিত রাখুন। এই কক্ষের রঙ হবে সাদা, বেজ, হাল্কা হলুদ বা সবুজ।

বৈঠকখানা

অতিথি আগমন হলে তাঁদের বৈঠকখানায় বসানো হয়। এটি পরিবারে বসবাসকারী সদস্যদের ভাবমূর্তিতে অনুকূল প্রতিফলন ঘটায় (Top 10 Vastu Tips For Home)। তাই বৈঠকখানায় যাতে কোনও রকম অব্যবস্থা না-থাকে, সে দিকে লক্ষ্য রাখুন।

পূর্ব, উত্তর বা উত্তর-পূর্ব দিকে বৈঠকখানার মুখ হওয়া উচিত। আবার উত্তর-পশ্চিমের বৈঠকখানাও অনুকূল। লিভিং রুমের পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিকে ভারী আসবাব রাখবেন। অন্য দিকে ইলেকট্রনিক্স উপকরণ থাকবে বৈঠকখানার দক্ষিণ-পূর্ব দিকে। এই কক্ষে আয়না লাগাতে হলে তা উত্তরের দেওয়ালে লাগাবেন।

Home Decoration – কম খরচে বাড়ি সাজানোর উপায়। আপনার ছোটো বাড়ি বা ফ্লাটটিকে বড় দেখাতে করে ফেলুন এই সামান্য পরিবর্তন।

শয়নকক্ষ

বাস্তু অনুযায়ী শয়নকক্ষ গড়ে তুললে ইতিবাচক শক্তির প্রসার ঘটে (Top 10 Vastu Tips For Home)। এমনকি এই কক্ষে বসবাসকারী দম্পতিদের সম্পর্ক উন্নত এবং মজবুত হয়। শয়নকক্ষের সঠিক বাস্তু জাতকের ঘুমের ওপর ইতিবাচক প্রভাব বিস্তার করে। বাস্তু অনুযায়ী দক্ষিণ-পশ্চিম দিকে শয়নকক্ষ থাকলে স্বাস্থ্য ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। তবে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বের শয়নকক্ষ এড়িয়ে যাওয়াই ভালো। কারণ পূর্ব দিকে কক্ষ থাকলে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

আবার অন্যান্য দিকে শয়নকক্ষ থাকলে দম্পতিদের মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে। শয়নকক্ষের দক্ষিণ-পশ্চিম দিকে বিছানা রাখুন। পশ্চিম দিকে মাথা রেখে ঘুমাবেন। বিছানার সামনে আয়না ও টেলিভিশান রাখবেন না। শয়নকক্ষে এমন ভাবে আয়না রাখবেন যাতে, বিছানা থেকে তাতে নিজের প্রতিবিম্ব না-দেখা যায়। এর অন্যথা ঘটলে পরিবারে ঝগড়া, বিবাদ ও সদস্যদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে।

মানিপ্ল্যান্ট

বাস্তু অনুযায়ী মানিপ্ল্যান্ট ঘরে থাকলে তা অর্থের বৃদ্ধি ঘটায় এবং আপনার কেরিয়ারের পদোন্নতি ঘটায় (Top 10 Vastu Tips For Home)। তাই আপনার ঘরের উত্তর দিকে একটি সবুজ পাত্রে মানিপ্ল্যান্টকে রাখুন। এছাড়া আপনি ঘরের উত্তর কোণে যেকোনো ধরণের শেডট্রি ঝুলিয়েও রাখতে পারেন। মানিপ্ল্যান্ট কিন্তু সহজেই পেয়ে যাবেন অনলাইনে।

সুন্দর এন্ট্রান্স

আপনার ঘরের প্রবেশের পথ বা এন্ট্রান্সকে সুন্দর করে সাজান (Top 10 Vastu Tips For Home)। এতে কিন্তু আপনার গৃহে কুবের দেবতার আগমন ঘটে। গৃহে প্রবেশের পথ সবসময় পরিষ্কার এবং সাজানো থাকা জরুরি।

রান্নাঘর এবং ড্রইংরুম

আপনার রান্নাঘর যেন ঘরের পূর্ব দিকে বা দক্ষিন-পূর্ব দিকে হয় (Top 10 Vastu Tips For Home) এবং রান্না ঘরের রং হালকা লাল, কমলা এবং গোলাপী হলে খুব ভালো। বসার ঘর বা ড্রইং রুম ঘরের উত্তর দিকে হলে তা অত্যন্ত উপযোগী অর্থ আগমনের জন্য।

আলমারি রাখার উপযুক্ত স্থান

আপনার লকার বা আলমারি, যেখানে আপনার টাকা থাকে সেই স্থান হওয়া উচিত (Top 10 Vastu Tips For Home) ঘরের দক্ষিন বা দক্ষিন-পশ্চিম দেওয়াল ঘেষে যাতে উত্তর দিকটি খোলা থাকে। উত্তর দিক যদি খোলা থাকে তাহলে তা খুব ভালো অর্থের আগমনের জন্য কারণ উত্তর দিক হলো ধন দেবতা কুবেরের আগমনের দিক। তাই এই দিকে আলমারিটি রাখলে আপনার অর্থের আগমন বৃদ্ধি পাবে।

Vastu Decorative Items – বাস্তু মেনে ঘরের ডিজাইন পরিকল্পনা। এই পদ্ধতিতে ঘরে রাখুন এই 10 টি গাছ, সুখ সমৃদ্ধি উপচে পড়বে।

আয়নার অবস্থান

আপনার আলমারি বা লকার যেদিকে অবস্থিত চেষ্টা করুন তার উল্টো দিকে আপনার ড্রেসিং টেবিল বা একটি আয়না রাখতে (Top 10 Vastu Tips For Home)। এতে ওই আয়নায় আলমারির প্রতিচ্ছবি দেখা যাবে। বাস্তু শাস্ত্র অনুযায়ী এর ফলে আপনার সম্পত্তি দিগুণ হবে।

Vastu Decorative Items - বাস্তু মেনে ঘরের ডিজাইন পরিকল্পনা।

দরজা এবং জানলা পরিষ্কার রাখুন

সবসময় চেষ্টা করতে হবে যাতে ঘরের দরজা এবং জানলা যেন যত সম্ভব খোলা থাকে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে (Top 10 Vastu Tips For Home)। এছাড়া আপনার ঘর বাড়ি বিশেষ করে রান্না ঘর এবং বসার ঘরকে পরিচ্ছন্ন রাখুন। তা না হলে কিন্তু অর্থের আগমনে বাধা আসে।

ছাদের স্লোপ

সব সময় চেষ্টা করুন যাতে আপনার বাড়ির দক্ষিন-পশ্চিম দিকের ছাদ যেন উত্তর-পূর্ব দিকের ছাদের তুলনায় বেশি উঁচু হয় (Top 10 Vastu Tips For Home)। অর্থাৎ বাড়ি এমন ভাবে তৈরী করতে হবে যাতে তা দক্ষিন-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিকে ঢালু হয়। এতেও কিন্তু ঘরে অর্থের আগমন ভালো হয়।

এই কটি নিয়ম মূলত বাস্তু শাস্ত্র অনুযায়ী আপনার ঘরে অর্থের আগমন ঘটায় (Top 10 Vastu Tips For Home)। তবে শুধু বাস্তু শাস্ত্রের ওপর আপনার ধন সম্পত্তি আগমনের ভার ছেড়ে দিয়ে নিশ্চিতে ঘরে বসে থাকবেন না যেন। কারণ বাস্তু শাস্ত্রের থেকেও অর্থের আগমনের জন্য যা প্রয়োজন তা হলো আপনার মনের ইচ্ছে এবং আপনার সৎ পরিশ্রম। এই দুটি এবং তার সাথে বাস্তু টিপস মেনে চললেই কিন্তু তবেই আপনার গৃহ সুখ এবং সম্পদে পূর্ণ থাকবে।

Leave a Comment