টাকা জমানোর বদলে খরচ করে ফেলেন? মেনে চলুন Google এর টিপস! সেভিংস করা অনেকটাই সহজ হয়ে যাবে

একটা বয়সে পর আমরা সকলেই উপার্জনের রাস্তা ধরি। চাকরি অথবা ব্যবসা করে মাসিক যে
উপার্জন হয়, সেখান থেকে নিজেদের চাহিদা পূরণ করে, যাবতীয় খরচ করার পর ভবিষ্যতের জন্য
সঞ্চয় করে রাখি। এখন কথা হচ্ছে, সঞ্চয় হলো একটা শিল্প। যে যত ভালো সঞ্চয় করতে পারে,
সে তত নানান দিকে বিনিয়োগ করতে পারে, আর নিজের সম্পত্তিকে দ্বিগুণ করে তুলতে পারে।
তাই ব্যক্তি জীবনে সঞ্চয়ের গুরুত্ব অপরিসীম। তবে আমাদের মধ্যে অনেকেই আছেন, যারা সঞ্চয়
করার আগেই খরচ করে ফেলেন। ‌তাদের সবার জন্য আমাদের আজকের এই প্রতিবেদন। ‌এই প্রতিবেদনে আমরা গুগলের কিছু টিপস তুলে ধরবো।‌ যা ফলো করলে আপনিও সেভিংসের
গুরু হয়ে উঠবেন। আমাদের সকলেরই উদ্দেশ্য থাকে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করা। আর সেই উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কম বয়স থেকেই অল্প অল্প করে সঞ্চয় করতে হবে। নচেৎ, অবসরের পর আর্থিক সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া সঞ্চয় অপর দিক থেকেও গুরুত্বপূর্ণ। আপনি যদি কিছু কিছু করে টাকা প্রত্যেক মাসে জমান, হঠাৎ কোনো প্রয়োজন সাপেক্ষে সেই টাকা খরচ করতে পারেন। অর্থাৎ আপনার নিজের কাছেই একটি আমানত তৈরি থাকে। চাইলে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন, অথবা কোন লাভজনক স্কিমে বিনিয়োগ করতে পারেন।

অনেকেই আছেন যারা বুদ্ধি করে খরচা করেন, আর টাকা জমান ভবিষ্যতের জন্য। ‌পরবর্তীতে তাদের আর্থিক সমস্যা কম দেখা যায়। তবে মানুষ বিশেষে পার্থক্য থাকেই। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের খরচার হাত খুব বেশি। ব্যক্তিগত চাহিদা পূরণ করতে গিয়ে‌ নিয়মিত খরচ করে ফেলেন তাঁরা। যা মোটেই উপযুক্ত নয়। তাই শুধু মাত্র রোজগার করলেই হবে না, জানতে হবে সঞ্চয় করার‌ প্রয়োজনীয় টিপসগুলি। আর সেই টিপস আমাদের শেখাবে গুগল। অবাক হচ্ছেন? আমরা এখন এই বিষয় নিয়ে আলোচনা করব। পুরো প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ে নিন আমাদের দৈনন্দিন জীবনে গুগল অ্যাপ্লিকেশন অপরিহার্য হয়ে উঠেছে। ‌সেই ‍Google একবার আমাদের হাতে-কলমে শেখাবে টাকা বাঁচানোর উপায়। টাকার সঞ্চয় অনেকেই মনে করেন খুব কঠিন কাজ। কিন্তু আসলে সেটি নয়। সেই পাঠ আমাদের দেয় গুগল অ্যাপ্লিকেশন। Google আমাদের এমন অনেক সরঞ্জাম অফার করে যা সবাইকে আরো অনেক দক্ষতার সঙ্গে নিজেদের অর্থ সম্পর্কিত কার্য পরিচালনা করতে সাহায্য করে। নিজেদের দৈনন্দিন চাহিদা মিটিয়ে তাঁরা সকলেই ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করেন। আসুন দেখে নেওয়া যাক গুগলের সেরা আটটি দুর্দান্ত টিপস, যা আপনাকে শেখাবে কিভাবে টাকা বাঁচাতে হয়, কিভাবে সেই টাকা সঞ্চয় করতে হয়।

টাকা সঞ্চয়ের জন্য গুগলের আটটি লাভজনক টিপস-

১) দৈনন্দিন জীবনে ব্যবহার করুন গুগল শিটস (Google Sheets)। এর মাধ্যমে নিজেদের বাজেট ও নিজেদের খরচার হিসেব রাখতে পারবেন।

২) নিজেদের মাসিক ও বার্ষিক বাজেট সেট করার জন্য গুগলের কিছু স্টেপ ফলো করতে হবে ও টেমপ্লেট সেভ করে নিতে হবে। স্টেপ গুলি হল- ফাইল > নতুন > টেমপ্লেট গ্যালারি > ব্যক্তিগত এ নেভিগেট করে টেমপ্লেট করে সেভ করে নিন।

৩) গুগলের মাধ্যমে ইউজার নিজেদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ বাজেট শিট ব্যবহার করতে পারেন। এই শীট তৈরি করে ব্যক্তিগত জীবনে ব্যবহার করলে টাকা সেভ করা সহজ হবে।
৪) কেনাকাটা আমাদের সবারই পছন্দের। তবে অনেক সময় হয় কি কোন একটি দ্রব্যের জন্য
আমাদের বেশি টাকা খরচা হয়ে যায়। তাই যেটা করতে হবে বিভিন্ন ডিলের মধ্যে তুলনা করতে হবে।
একটা জিনিস কেনার জন্য সেরা অফারগুলি চেক করে তবে তুলনায় কম টাকায় সেরা জিনিসটি কিনে নিতে হবে। এতে আপনার টাকা সেভ হবে।

৫) Google Shopping ব্যবহার অন্যতম একটা সেরা উপায়। এটি ব্যবহার করে আপনি যেকোনো
দ্রব্য অপেক্ষাকৃত কম দামে এবং টাকা সঞ্চয় করেই কিনে ফেলতে পারেন।

৬) আমরা কোন জিনিস কেনার আগে দরদাম করি। অনলাইনেও আপনি সেটি করতে পারেন।
একটি দ্রব্য কোনো একটি সাইটে দাম বেশি নিলে ওপর সাইটে কম দামে বিক্রি হতে পারে। আপনাকে
সেটি খুঁজে নিতে হবে গুগলের সাহায্যে। এছাড়াও উক্ত প্রোডাক্টটির দামের ইতিহাস সার্চ করলে একটি ধারণা চিত্র খুলে যাবে আপনার চোখের সামনে। আর আপনি সেরা জিনিসটি অপেক্ষাকৃত কম দামে পেয়ে যাবেন।

৭) কোন একটা প্রোডাক্ট এর দাম সময়ের সঙ্গে উঠানামা করে। সময় বিশেষ্য প্রোডাক্টটি কিনতে পারেন। আবার, ভ্রমণের জন্য আমাদের যে খরচা হয় সেই খরচা খানিকটা কমাতে ফ্লাইট এর দামের
উঠানামা ট্র্যাক করে সেই অনুযায়ী ভ্রমণ প্ল্যান করতে পারেন।

৮) ভ্রমণের সঙ্গেই জড়িত হোটেলের বাজেট। যদি আপনি কোথাও যাওয়ার প্ল্যান করে থাকেন তবে গুগল সার্চ করে হোটেলের বাজেট চেক করে নিন। Google আপনাকে সস্তায় ভালো হোটেলের সন্ধান দেবে। এখান থেকেও আপনার টাকা সেভ হতে পারে।

Leave a Comment