Winter Decorating Ideas – এইভাবে বাড়ির ইন্টেরিয়র ডিজাইন বদলে ফেলুন। শীত ঘরে ঢুকতেই পারবে না।

চলছে উৎসবের মরশুম, আসছে শীত তাই বাড়িকে নতুন রুপে সাজাতে জেনে নিন কিছু Winter Decorating Ideas তথা Home Decoration Tips. বাঙালির প্রাণপ্রিয় দুর্গোৎসব শেষ হলো কয়েকদিন আগে। এখনো বাকি রয়েছে কালীপুজো, ভাইফোঁটা, ছটপূজা, জগদ্ধাত্রী পূজা সহ আরো একাধিক উৎসব। আর উৎসবের সময় আমরা সকলেই তো ঘরদোর সাজিয়ে গুছিয়ে থাকি তাই না। কারণ উৎসব তো শুধু বাইরে নয়, তাই নিজের বাড়ি ঘর যদি অপরিষ্কার, অপরিচ্ছন্ন, অগোছালো থাকে উৎসবের সময় তা দেখতে অত্যন্তই খারাপ লাগে। এছাড়াও সামনেই পড়তে চলেছে শীতকাল। আর শীতকাল (Winter Decorating Ideas) মানে তো বিভিন্ন রকম ভাবে সেলিব্রেশন লেগেই থাকে।

Some Simple Winter Decorating Ideas

Home Decoration Tips

শুধু কি বাইরে ঘুরতে যাওয়া বা আনন্দ করা, আমরা অনেকেই নিজেদের ঘরে বিভিন্ন রকম খাওয়া দাওয়া এবং অন্যান্য ছোটখাটো অনুষ্ঠান নিয়েও মেতে থাকি এই ঋতুতে। বিশেষ করে এইসব কিছুর জন্যই কিন্তু শীত আমাদের অত্যন্ত প্রিয় এক ঋতু। তবে এই পরিস্থিতিতে যদি ঘরবাড়ির অবস্থা খারাপ থাকে তবে আনন্দ একেবারেই মাটি। সব সময় যে বড় পেল্লাই বাড়ি এবং তাতে দামী দামী আসবাবপত্র থাকলেই সেই বাড়ি দেখতে ভালো লাগবে এমনটা কিন্তু নয়। সাজানো – গোছানোর বা Home Decoration Tips এর ওপরেও নির্ভর করে ঘরবাড়ির সৌন্দর্য।

একটি ছোট বাড়ি কেও আপনি যদি Winter Decorating Ideas মেনে ঠিকঠাক ভাবে মাথা খাটিয়ে সাজিয়ে রাখেন, তবে তা হাজার হাজার বড় বাড়ির সৌন্দর্য কেও হার মানাতে পারে। দরকার নেই কোন দামি জিনিসপত্রের, সামান্য নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র দিয়েই সাজিয়ে ফেলতে পারবেন বাড়ি।এ ব্যাপারে অনেকেই বিভিন্ন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে থাকেন। কিন্তু আমরা আপনাকে বলব, এজন্য কোন বিশেষজ্ঞের বিশেষ পরামর্শের দরকার নেই। আপনার নিজের বাড়িকে আপনিই সঠিক পরিকল্পনা অনুযায়ী সাজিয়ে তুলতে পারেন। এর জন্য জেনে নেওয়া দরকার কিছু গুরুত্বপূর্ণ টিপস।

সঠিক অবস্থান বুঝুন

ঘরের যেখানে সেখানে জিনিসপত্র রেখে দিলে তা দেখতে মোটেই ভালো লাগেনা। অনেক বাড়িতেই দেখা যায় এই ঘটনা। সঠিক অবস্থান বুঝে জিনিস না রাখলে না তো জিনিসের সৌন্দর্য পারে না ঘরের। তাই ঘরবাড়ি সাজানোর আগে মাপজোপ বুঝে নেওয়া অত্যন্ত জরুরী। Winter Decorating Ideas অনুযায়ী প্রথমে ঘরের যেখানে যেখানে জিনিস রাখবেন সেই জায়গাগুলোর পরিমাপ করে নিন এবং তারপর আসবাবপত্র গুলির মাপ বুঝে নিন। তবেই আপনি সঠিক জিনিসটির জন্য সঠিক অবস্থান নির্ধারণ করতে পারবেন।

বেডরুম সাজান এইভাবে

Home Decoration Tips এর দ্বিতীয় শর্ত, শোবার ঘরের সাজগোজের জন্য আগে খাটটি ঠিক করুন। খাটের আকার, আয়তনের উপর ঘর সাজানো নির্ভর করে। বেড রুমের দরজা খুললেই বিছানা দেখা যাবে, এরকম জায়গায় খাট না পাতাই ভালো। রেডিমেট খাট কিনলে ঘরের সাইজের সঙ্গে মানিয়ে কিনবেন। আর খাট বানিয়ে নিলে তো খুবই ভালো। খাটের মধ্যে স্টোরেজ থাকলে খুব ভালো। সেখানে লেপ, কম্বল, বিছানার চাদর, শীতের জামাকাপড় ইত্যাদি প্রচুর জিনিস অনায়াসে রাখতে পারবেন। খাটের সঙ্গে লম্বা ডোরম্যাট বা কার্পেট রাখবেন (Winter Decorating Ideas).

দুপাশে ছোটো টেবিল থাকলে নিজেদেরই সুবিধা হবে। বেড রুমেই আলমারি এবং ড্রেসিং টেবিল রাখা হয়। তাই সে দুটিও খাটের নকশার সঙ্গে মানিয়ে করুন। দেওয়ালে জায়গা থাকলে বই রাখার তাক, শো পিস রাখার সেল্ফ রাখতে পারেন। বেড রুমের রং হালকা হওয়া ভালো। তাতে মন শান্ত থাকে ভালো ঘুম হয়। একটি ছোট্টো স্টাডি টেবিল ও চেয়ার রাখতে পারলে তো কেয়া বাত। আর ঘর যদি ছোটো হয় তাহলে ফোল্ডিং বেড (Winter Decorating Ideas) কিনতে পারেন।

Winter Decorating Ideas এর মতে বাজারে অনেক সুন্দর ডিজাইনের ফোল্ডিং বেড পাওয়া যায়। বাহ্যিকভাবে সোফার মতো দেখতে হলেও ঘুমোনোর সময় টেনে নিলেই যেটি খাটে পরিণত হয়। আবার সোফা কেনার মতো অবস্থা না থাকলে ম্যাট্রেস, তোষক বা গদি দিয়ে ঘরের কোনায় পাততে পারেন। উপরে সুন্দর ডিজাইনের বিছানার চাদর পেতে দিলেন। সঙ্গে রেখে দিলেন কয়েকটি মানানসই কুশন।

Home Loan Eligibility (হোম লোন, গৃহ ঋণ)

ছোটখাটো আসবাবপত্র কিভাবে রাখবেন

বিভিন্ন ছোটখাটো আসবাবপত্র যেমন শোপিস, পেইন্টিং, কার্পেট ইত্যাদি রেখে ঘর দারুন ভাবে সাজানো যেতে পারে। তবে কোথায় কোনটা রাখবেন এবং ঠিক কোন জিনিসটা কিনলে দেখতে ভালো হবে তা জানা অত্যন্ত আবশ্যক Winter Decorating Ideas থেকে। সব শো পিস সব ঘরে মানায় না। বিশেষ করে বসার ঘরে। বসার ঘরে সাবেকি ডিজাইনের সোফা সেট রাখলে সেখানকার থিমও সাবেকি রাখুন। আর হালফ্যাশনের সোফা থাকলে শো পিস ওয়াল ফোটো ইত্যাদি হাল ফ্যাশনের রাখুন। অনলাইনে পছন্দমতো অনেক জিনিস (Winter Decorating Ideas) পেয়ে যাবেন।

ড্রয়িং রুম বড় হলে সেখানে সোফা ছাড়াও ডাইনিং রুম, কফি টেবিল ইত্যাদি রাখা যায়। সোফার সঙ্গে রাখতে পারেন মানানসই কার্পেট। এছাড়াও বিভিন্ন ধরনের গাছপালা অথবা ফুল দিয়ে ও ঘরের বিভিন্ন কোনা সাজানো যেতে পারে। শীতে নানা রকমের ফুল পাওয়া যায় বাজারে। সেই সঙ্গে অনেকদিন ভালও থাকে। আর তাই নানা রকম ফুল এনে সাজিয়ে রাখুন ফুলদানিতে। দেওয়ালের কোনায় রাখতে পারেন ইন্ডোর প্ল্যান্ট। Winter Decorating Ideas এ ফুল,গাছের ভূমিকা অনেকখানি। সিঁড়িতে ওঠার মুখেও রাখুন বাহারি ইন্ডোর প্ল্যান্ট। এতেও কিন্তু দেখতে ভাল লাগবে।

চঞ্চল সন্তানকে শান্ত, নম্র ও ভদ্রতা শেখাবেন কিভাবে? জেনে নিন সহজ উপায়।

ঘরের দেওয়াল সাজান এইভাবে

প্রথমেই বদলে ফেলুন ওয়াল পেপার। খরচাও কম আর দেখতেও সুন্দর লাগবে। সেই সঙ্গে দেওয়ালের ক্ষত ঢাকতেও কিন্তু ভাল কাজ করে। আবার যারা ঘরে পেন্টিং করান, তাদেরও একটি বিষয় মাথায় রাখতে হবে। গারো রংয়ের পেন্ট কিন্তু ছোট ঘরে লাগালে মোটেই ভালো দেখতে লাগে না। বরং আরো ছোট দেখা এক্ষেত্রে ঘর। তাই দেওয়ালে সবসময় হালকা রঙের পেইন্ট করান। এক্ষেত্রে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

জানলা দরজার পর্দা চিনুন

Home Decoration Tips এ পর্দার দিকে নজর দেওয়াও অত্যন্ত আবশ্যক। আমরা প্রায় সকলেই জানলা দরজায় বিভিন্ন রকম পর্দা টাঙিয়ে থাকি। এতে ঘর দোর অবশ্যই দেখতে ভালো লাগে। তবে অনেকেই নোংরা হওয়ার ভয়ে ঘরে গাঢ় রঙের পর্দা ব্যবহার করেন। কিন্তু ঘর ছোট দেখানোর পিছনে এটিও একটি বড় কারণ। চেষ্টা করুন হালকা রঙের পর্দা ব্যবহার করতে।

ঘরের ফ্লোর এইভাবে তৈরি করুন

ঘরের মেঝে তৈরি একবারই হয় তাই সেই দিকে বিশেষ নজর দিতে হবে। কারন বাড়ির অন্যান্য সাজ বদলালেও মেঝের টাইলস বদলান কঠিন, খরচসাপেক্ষ। Winter Decorating Ideas সময়ের সাথে সাথে বদলালেও যাতে মেঝের জন্য বেশি খরচ না হয় তার জন্য ঘরের মেঝের ক্ষেত্রে রঙিন টাইলস বা কারুকাজ করা টাইলসের বদলে একরঙা বা সাদা টাইলস ব্যবহার করলে, ঘর অনেকটাই বড় দেখাবে।

আলোকসজ্জা করুন এইভাবে

বর্তমানে Home Decoration Tips গুলির মধ্যে আলোকসজ্জার ভূমিকা অনেকটা। ঘরের ‘কন্সিল ওয়্যারিং’ হওয়ার আগেই ঠিক করে নিন, কী ধরনের আলো বা স্ট্যান্ড লাগাতে চান। বিভিন্ন লাইটের সেটিং বিভিন্ন রকম হয়। কিছু আলো দেওয়ালের গায়ে আটকানো থাকে। আবার কিছু আলো সিলিং থেকে ঝোলে। তাই আগে থেকে সেই মতো বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা না করলে পরে অসুবিধা হতে পারে। অনেকেই বাড়িতে ঝাড়বাতির মত পাওয়ারফুল আলো লাগাতে পছন্দ করেন। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের আধুনিক ঝাড়বাতি মেলে।

যেমন মোমবাতি আকারের ঝাড়বাতি, ঝিনুকের ঝাড়বাতি বা পালকের ঝাড়বাতি আবার ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের আধুনিক ঝাড়বাতিও পাওয়া যায়। এই সমস্ত আলো গুলি একদিকে যেমন খুব বেশি জায়গা নেবে না, তেমনি আপনার ঘরের উজ্জ্বলতাও বৃদ্ধি করবে। আপনার যদি দোতলা বাড়ি থাকে বা একতলা বাড়ির ছাদ থাকে তাহলে সিঁড়িতে ওঠার মুখে বিভিন্ন ধরনের আলো দিতে পারেন। এটি দেখতে অত্যন্ত সুন্দর হবে।

এবার মাত্র 4 ঘন্টায়, ঘরে বসেই মিলবে ড্রাইভিং লাইসেন্স।

রাগ-বিনব্যাগ-সুইং চেয়ার রাখুন এভাবে

আমরা অনেকেই ঘরে বসার জন্য চেয়ার, সুইং চেয়ার বা রাগ ব্যবহার করে থাকি। কিন্তু কোথায় কোনটি রাখবো বা কোন জিনিসটা কিনলে সবচেয়ে ভালো হবে সেটা আগে জেনে নেওয়া দরকার। প্রথমে কথা বলি রাগ সম্পর্কে। কার্পেটের মতোই দেখতে হয় এই রাগ। কিন্তু কার্পেট অপেক্ষা এটি আরো নরম তুলতুলে প্রকৃতির হয়। শীতকালে এতে বসে যেমন উষ্ণ লাগে তেমন গরমকালে নরম জায়গায় বসে আরাম লাগে। বিভিন্ন সাইজের রাগ কিনতে পাওয়া যায়।

ঘরের সাইজ বুঝে রাগ কেনা উচিত। তবে যাই কিনুন না কেন তা গাঢ় রং হওয়া ভালো। না হলে ময়লা হলে দেখতে খারাপ লাগে। বসার ঘরকে কুল অথচ সফিস্টিকেটেড দেখাতে গেলে বিন ব্যাগের ব্যবস্থা করতে পারেন। ছোটো থেকে বড় বিভিন্ন সাইজের বিভিন্ন রঙের বিনব্যাগ অনলাইনের কিনতে পাওয়া যায়। তাতে আরাম করে বসাো যায় আবার চাইলে একটু কাত হয়ে শুয়েও নিতে পারেন। সুইং চেয়ার বসার ঘরের সৌন্দর্য্য এবং আভিজাত্য অনেকাংশে বাড়িয়ে দেয়।

Winter Decorating Ideas
এতে বসতে যেমন আরাম তেমনই ঘুমোতে। বই পড়তে পড়তে বা গান শুনতে শুনতে সুইং চেয়ারে গা এলিয়ে দেওয়ার মজাই আলাদা। বিভিন্ন দামের আর বিভিন্ন মডেলের সুইং চেয়ার বাজারে পাওয়া যায়। নিজের বাজেট অনুযায়ী কিনে ফেলতে পারেন সেগুলি।

Leave a Comment