Event Management – বর্তমানে নজর কেড়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা। এই কাজে সফল হতে হলে এই বিষয় গুলো অবশ্যই মেনে চলুন।

বহুল চাহিদাসম্পন্ন এবং জনপ্রিয় ব্যবসাগুলোর মধ্যে অন্যতম Event Management Business. এই ব্যাবসার চাহিদা ক্রমশ সমস্ত শ্রেণীর মানুষের মধ্যেই বিস্তারিত হচ্ছে। Event Management Business এর উন্নতি বা সফলতা পেতে গেলে যথেষ্ট পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার প্রয়োজন। এই ব্যবসায় অনেক দিক আছে, যারা নতুন এবং এই ব্যবসা করতে চাই তাদের ইভেন্টের সাজসজ্জার দিকটা বেছে নেওয়াই ভালো। কারণ এই Event Management Business এর একটি গুরুত্বপূর্ণ দিক হল সাজসজ্জা।

Event Management Business

ইভেন্ট সজ্জা ব্যবসা বাড়িতে বসে করা যায়। Event Management Business কীভাবে শুরু করবেন? এবং এই ব্যাবসার সুযোগ, সুবিধা কী? এই ব্যাবসার ভবিষ্যৎ কী? পরিকল্পনা কী? কোথায় ব্যবসা করবেন? কত টাকা বিনিয়োগ করতে হবে? এই সব জানতে আমাদের এই প্রতিবেদনটি মনযোগ সহকারে শেষ পর্যন্ত পড়ুন।

  • কিভাবে শুরু করবেন?
  • পূঁজি কেমন লাগবে?
  • কম পূঁজি থাকলে কি করবেন?
  • কি কি সরঞ্জাম লাগবে?
  • কিভাবে ব্যবসা বাড়াবেন?

ইভেন্ট সজ্জা ব্যবসা সুযোগ কোথায় পাবেন

Event Management Business এ সাজসজ্জা দুইভাবে শুরু করা যেতে পারে। প্রথমত যৌথ ভাবে, দ্বিতীয়ত স্বাধীন ভাবে। যেকোন অনুষ্ঠানের কর্মসূচি সবসময় এক পক্ষ থেকে পরিকল্পিত হবে তা নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় ক্রেতারাও আগে থেকে পরিকল্পনা করে রাখে।Event Management Business এ সাজসজ্জার ক্ষেত্রে পরিষেবা ভালো যদি হয় অর্থাৎ গুণগত মান যদি ভালো হয় তাহলে ব্যবসায় সাফল্য বা উন্নতি খুব তাড়াতাড়ি আসে।

আপনি কত সংখ্যক অর্ডার গ্রহণ করছেন বা কত অর্ডার পাচ্ছেন সেটা নির্ধারিত হয় সম্পূর্ণ আপনার ব্যাবসার বিচার এবং পুনঃমূল্যায়নের উপর। ইভেন্ট সজ্জা ব্যবসায় বিশেষ করে বিয়ে বাড়ি, জন্মদিন এবং ব্যবসায়িক কোন অনুষ্ঠানে এই সব জায়গায় সুযোগ পাওয়া যায়। এছারাও আজকাল অনেক ছোটো বড় অনুষ্ঠানেও সবাই ইভেন্ট ম্যানেজমেন্টদের অনুষ্ঠানের ভার দিয়ে থাকেন।

বাড়িতে / ছোট অফিসে বসেই পরিকল্পনা

Event Management Business চালানোর জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না খুবই সামান্য জায়গা হলেই হবে। ইভেন্ট সাজসজ্জা ব্যাবসার জন্য নিজস্ব কোনও বড় অফিস বা বাড়ির প্রয়োজন হয়না, শুধু ক্রেতাকে প্রদর্শনীর জন্য যেটুকু অতি আবশ্যক সেই টুকুই এই ব্যবসার জন্য প্রয়োজন। তবে আপনি কোন গুদাম ঘর ভাড়া করতে পারেন যেখানে আপনি আপনার ব্যাবসার জিনিসপত্র রাখতে পারেন।

শুধু একটি বিষয়ে খেয়াল রাখতে হবে গুদাম ঘরের অবস্থান যেন কোনও ভাবে আপনার ব্যবসাকে প্রভাবিত করতে না পারে। আপনার প্রাণবন্ত অভ্যর্থনা এবং মনোরম পরিবেশ আপনার ব্যবসাকে ক্রেতাদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবে। আপনি ইভেন্ট সজ্জার জন্য যত ভালো পরিকল্পনা করবেন ততই সবাই আপনার ব্যবসার কথা জানতে পারবেন।

শ্রমিক এর প্রয়োজনীয়তা

ইভেন্ট সাজসজ্জা ব্যাবসায় শ্রমিকের চাহিদা বিশেষ ভাবে প্রয়োজন। শ্রমিকের সংখ্যা পর্যাপ্ত পরিমাণে থাকলে ইভেন্ট এর কর্মসূচি যথাযত সময়ে সম্পন্ন করা যায়। যেটা ক্রেতার দৃষ্টি আকর্ষণ করে এবং আপনার ব্যবসার জন্য যথেষ্ট লাভজনক হিসাবে উপস্থাপিত হয়। আপনি নিজস্ব ডিজাইনারও রাখতে পারেন যা সাজসজ্জার ক্ষেত্রে নতুন পরিকল্পনা দিতে পারে। কারন কাজে যত অভিনবত্ব বা নতুনত্ব দেখাবেন ততই আপনার কাজটি সকলের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে এবং আপনার ততই ব্যবসায় উন্নতি হতে থাকবে।

সংগ্রহ ও সরঞ্জাম

আনুষঙ্গিক জিনিসপত্র সংগ্রহ Event Management Business এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। স্বল্প খরচের জিনিসগুলি কিনে কাজ চালানোই ভাল এবং বেশি দামের জিনিসগুলির ক্ষেত্রে অহেতুক বেশি বিনিয়োগ না করে তা ভাড়া নেওয়াই অপেক্ষাকৃত লাভজনক। যেমন সিঁড়ি ,আলো, পিন, আরো ছোট খাটো জিনিস যা সর্বদাই আপনার কাজে প্রয়োজন পড়বে সেগুলি কিনে নেওয়াই ভাল। পরে ক্রেতার পছন্দ অনুযায়ী জিনিসের বদল হতেই পারে।

নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে বাড়ি করতে জমি দিচ্ছে রাজ্য সরকার, কিভাবে আবেদন করবেন?

সাজসজ্জার জিনিস পরিচর্যা

Event Management Business চালানোর জন্য সব থেকে শেষ এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হল সাজসজ্জার জিনিসের পরিচর্যা। আপনাকে এই বিষয়ে প্রতি সদা সচেতন থাকতে হবে এবং আপনি যত বার সাজ সজ্জার জিনিস ব্যবহার করছেন তত বার যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরবর্তীকালে পুনরায় তা ব্যবহারের ক্ষেত্রে পরিচ্ছন্নতার নিয়ে কোন প্রশ্ন না ওঠে।

সাজসজ্জার মূল্য নির্ধারণ করা

সাজসজ্জার মূল্য নির্ধারণ করা এই Event Management Business এর ক্ষেত্রে একটি কঠিন কাজ এবং তা বিশেষ গুরুত্বপূর্ণও। ব্যাবসার প্রথম দিকে ক্রেতার পছন্দ অনুযায়ী কাজ করে যখন আপনি নিজের জায়গা তৈরি করতে পারবেন পড়ে নিজের নির্দিষ্ট মুল্য ক্রেতার সামনে রাখতে পারেন। কিছু ডিসকাউন্ট কিংবা আকর্ষণীয় কিছু অফার দিতে পারলে আপনার ব্যবসাকে আরও বেশি লাভজনক হোয়ে উঠবে।

এই মূল্য নির্ধারণটা প্রতিযোগিতামূলক বাজারে আপনার বিভিন্ন প্রতিদ্বন্দ্বীর থেকে আপনাকে অনেকটাই এগিয়ে রাখবে। অবশ্যই খেয়াল রাখবেন আপনার পরিষেবা সহজলভ্য এবং সস্তায় দিতে গিয়ে কোন ভাবেই যেন গুনগত মানের কম না হয়। তাতে আপনার ব্যবসার বড়সর কোন ক্ষতি হতে পাড়ে।

অর্ডার গ্রহণের পর

অর্ডার গ্রহণের পর বেশ কিছু জিনিসে নজর দিয়ে দেখে নেওয়া Event Management Business এর পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, ইভেন্ট এর সময় এবং স্থান, দ্বিতীয়ত সাজসজ্জার জন্য দরকারি জিনিস। যেমন কৃত্রিম ফুলের ব্যবহার বেশি হয় কিন্তু কোন কোন ক্ষেত্রে ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রকৃত ফুলের ব্যবহারও হতে পারে, সেক্ষেত্রে আগে থেকেই এসব ব্যবস্থা করতে হবে।

ইভেন্ট এর জন্য পর্যাপ্ত শ্রমিকের ব্যবস্থা আগে থেকে করা খুবই প্রয়োজন। যারা সময়ের মধ্যে ভাল ভাবে কাজের দেখাশোনা করতে পারেন এবং অতীতে এই কাজের বিষয়ে যথেষ্ট দক্ষ ও পটু হাওয়া দরকার।

বেকারত্ব দূর করতে মাত্র 2000 টাকায় শুরু করুন এই ব্যবসা, বাড়ি বসে প্রতি মাসে 25000 টাকা আয়।

সোশ্যাল মিডিয়ায় ব্যাবসার প্রচার

আজকের দিনে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা প্রায় প্রত্যেকে নানান সামাজিক মাধ্যমের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত আছি। আপনি সোশ্যাল মিডিয়াতে এই ব্যাবসার প্রচার করতে পারেন। আপনি নিজের ব্যাবসার সমস্ত তথ্য, মূল্য ইত্যাদি এখানে প্রকাশ করতে পারেন যাতে ক্রেতার পক্ষে সহজ হয় এবং তা যথেষ্ট আকর্ষণীয়ও হয়ে ওঠে। সকল ক্রেতাদের মধ্যে আপনার ব্যবসাকে পৌঁছে দিতে হবে এবং আপনার ব্যবসার যথেষ্ট প্রচার হবে (Event Management Business).

নতুন টেকনোলোজির প্রয়োগ

নতুন নতুন টেকনোলোজি আপনার ব্যবসাকে সফলতার শিখরে পৌঁছে দেবে। যেমন নতুন সাজসজ্জার জন্য আলো বা অন্যান্য দ্রব্যসামগ্রী, ইভেন্ট পরিচালনা করার জন্য উপযুক্ত ব্যবস্থা যা আপনাকে অন্যের থেকে পৃথক হিসাবে প্রতিপন্ন করতে সাহায্য করবে। আপনার সৃজনশীল মানসিকতাই আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এক্ষেত্রে আপনি কোন পরামর্শকের সাহায্যও নিতে পারেন (Event Management Business).

সারমর্ম

আপনার পরিষেবাই আপনার ব্যবসাকে আরও সাফল্য ও উন্নত করে তুলতে পারে। ক্রেতার পছন্দকে ভীষণ ভাবে গুরুত্ব দেওয়াই আপনার প্রধান ও একমাত্র লক্ষ্য হওয়া উচিত। সামাজিক যোগাযোগ রাখা এবং উচ্চ মনের সাজসজ্জার জিনিস রাখাই হল ক্রেতাকে হাতে রাখার আসল চাবিকাঠি। আপনার ব্যবহার এবং বিশ্বস্ততা হল সবকিছুর উর্ধে যা আপনার ব্যবসা কে সুদীর্ঘ পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে (Event Management Business).

Leave a Comment