BSNL 5G এবার কম খরচে
একটু দাঁড়ান, সারা ভারতে BSNL 5G এবার যেভাবে ছুটবে তাতে আশ্চর্য হয়ে যাবেন। আর বেশি দিন নয়, এবার এয়ারটেল, জিও, ভোডাফোনের মত টেলিকম কোম্পানিগুলোকে টেক্কা দিয়ে জেট গতিতে ছোটা শুরু করবে সরকারি টেলিকম সংস্থা BSNL না, এটা অন্য কেউ বলছে না, এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
বিএসএনএল এখনও পর্যন্ত 4G পরিষেবাই চালু করতে পারেনি। বেসরকারি টেলিকম সংস্থাগুলো বিএসএনএলকে একেবারে পিছনে ফেলে দিয়ে দেশজুড়ে টেলিকম পরিষেবা দিয়ে যাচ্ছে। এখন আর 4G নয়, রীতিমতো 5G পরিষেবা চালু করে দিয়েছে Airtel, Jio এর মত টেলিকম কোম্পানি (Telecom Company) আর এখানেই একেবারে পিছনের সারিতে চলে গিয়েছে সরকারি টেলিকম সংস্থা BSNL.
দেশে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5G পরিষেবা চালু করে দিয়েছেন। এই পরিষেবা চালু হওয়ার ৫ মাসের মধ্যেই ১ লক্ষ 5G সাইট চালু করা হয়। Jio এবং Airtel দুই সংস্থাই 5G পরিষেবা দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিএসএনএল পিছনের সারিতে চলে গিয়েছে। এখনো পর্যন্ত দেশে 4G পরিষেবাই চালু করতে পারেনি। ফলে এই লড়াইয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি আগামী দিনে কোন দিকে এগোতে পারে, সেই সম্পর্কে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি এবং যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
সারা ভারতে BSNL 5G
অশ্বিনী বৈষ্ণব বলেন, এবার BSNL ২০০ টি সাইটে 4G Network চালু করেছে। ৩ মাস ধরে এর পরীক্ষা চলবে। সব ঠিকঠাক থাকলে প্রতিদিন করে ২০০ টি সাইটেই এই 4G পরিষেবা চালু করা হবে। এ তো গেল 4G পরিষেবা চালু করার কথা। টেকনোলজি অনেক এগিয়ে গিয়েছে। এই মুহূর্তে দেশে জিও, এয়ারটেল এর মত সংস্থা 5G পরিষেবা দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে BSNL 5G পরিষেবা চালু করবে কবে?
আরো পড়ুন, 15000 টাকার মধ্যে 5 টি সেরা 5G Phone, ফিচার্স ও কাস্টোমার রিভিউ দেখুন।
BSNL 5G launch Date
এই প্রশ্নের উত্তরে অশ্বিনী বৈষ্ণব যা জানালেন, তাতে তিনি স্পষ্ট করতে চাইলেন, BSNL 4G পরিষেবা চালু করেছে। তবে জানা গেছে, এয়ারটেল এবং জিওর থেকে পিছিয়ে রয়েছে। এবার বিএসএনএল 5G পরিষেবার দিকে গুরুত্ব দিচ্ছে। যাতে 5G পরিষেবা খুব তাড়াতাড়ি চালু করে দেওয়া যায়। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, নভেম্বর- ডিসেম্বর মাসের মধ্যে 4G চালু হবে। তারপরেই এই 4G Network-কে 5G তে Upgrade করা হবে।
BSNL 5G SIM
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথায়, এবার বিএসএনএল যে গতিতে চলবে তাতে আপনি অবাক হয়ে যাবেন। ৩ মাস পরীক্ষা চলার পরেই ২০০ টি সাইটে প্রতিদিন কাজ চলবে। এটি আরো দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে। 4G Network চালু হওয়ার পরে খুব তাড়াতাড়ি নভেম্বর- ডিসেম্বর নাগাদ ছোট সফটওয়্যার সমন্বয়ে 5G Network চালু হয়ে যাবে। ফলে কেন্দ্রীয় মন্ত্রীর কথা অনুযায়ী, বিএসএনএল ৫জি পরিষেবা দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে।
যদিও সারা ভারতে জিও এয়ারটেল 5G চালু করার প্রক্রিয়া শুরু করলেও BSNL 4G ই চালু করতে পারেনি সব জায়গায়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক ধাক্কায় 5G চালু হবে সেই ব্যাপারে যথেষ্ট সন্ধেহ রয়েছে। তবে মনে রাখতে হবে, ২ বছর আগেও যে কোম্পানী ডুবতে বসেছিলো সেটা ঘুরে দাড়ানোর চেষ্টা করছে। সেই মুহুর্তে দাঁড়িয়ে দেশ বাসীর ও উচিৎ BSNL এর পাশে দাঁড়ানো। আপনার মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন।
আর কবে চালু হবে 4g ? অনেক দিন ধরে শুনে আসছি,……
Govt should have developed excellent network service much before giving the Digital India slogan. Sceneries of Climbing hill top or a big tree for net work make sarcastic of such type of national network system. Pehle istemal Karo,fir viswas hoga.
আগে 4g টাকে ভালো করে চালু করুন তার পর 5g কথা ভাববেন।
Network এর য়া অবস্তা।
Please 4g service banglore, because 3g is not good network in Bangalore
Once BSNL enters the game in collaboration with TCS, other players will find it tough to stay afloat in the competition. The stage is all set and ready. Thanks to TCS for standing beside BSNL in this entire technological makeover
আমার বাবা বি.এস.এন.এল.-এ চাকরি করতেন।সেইজন্য আমি এবং আমাদের পরিবারে মোট ৫ জন বি.এস.এন.এল সিম ব্যবহার করি এবং আমার বাবাও করেন। কিন্তু নেটওয়ার্ক পরিষেবা মোটেই ভালো পায় না। তাই,আমরা সিদ্ধান্ত নিচ্ছি এই সমস্যার দ্রুত সমাধান না হলে সিমকার্ড অন্য নেটওয়ার্কে পরিবর্তন করতে বাধ্য হবো।এই সরকারি সংস্থাটি যেন বেঁচে থাকে তারজন্য আমরা যথেষ্ট সাহায্য করব। আপনাদের কাছেও দ্রুত 4G ও 5G পরিষেবা পাবার আশায় রইলাম।
গত কুড়ি বছর বা তারও বেশি সময় আমি বিএসএনএল এর সঙ্গে আছি এবং একজন ভারতীয় হিসেবে আমৃত্যু বিএসএনএল এর সঙ্গে থাকব।
I love BSNL MY 1ST CONNECTION IS BSNL AT 2003
4g পরিষেবা দ্রুত চালু করা উচিত
If govt can maintain 5G in BSNL thorough out India it will be a great opportunity to connect with everyone,but the Authority has been lagging behind other operators.,BSNL should make rational rate which can help to win the customers.
We will be ever grateful to bsnl if we can get 5G Service early,
ছয় বছর ধরে শুনছি কিছু দিন পর সাত হবে। খালি ঢপ
BSNL4G হলেও আমরা উপকৃত হব
Our BSNL SIM Running last 17 years my no is 9475734110
All govt concern are BSNL line are use eg Rail,Bank,P&T, Defence ect if 5G lonch then smoothly work there
অন্যান্য বেসরকারি কোম্পানী গুলো যখন ৬জি চালু করবে তখন ও bsnl ৪জি শুরু করতে পারবে না আমার মনে হয়
Right
আমি দীর্ঘদিন ধরে এই রাষ্ট্রীয় সংস্থাটির গ্রাহক।
একসময়ের অত্যন্ত জনপ্রিয়, স্বাস্থ্যবান এবং লাভজনক এই সংস্থাটির ভালো মোবাইল নেটওয়ার্ক দেওয়ার ক্ষেত্রে অবস্থান ছিল একেবারে প্রথম সারিতে। কিন্তু হায়, সরকারি অবহেলা, প্রশাসনিক অযোগ্যতা এই সংস্থাটিকে একেবারে শেষ পর্যায়ে নামিয়ে এনেছে।
সম্ভবত এটা করা হয়েছে ইচ্ছাকৃত ভাবে, যাতে বর্তমান সরকার সংস্থাটিকে দুর্বল ঘোষণা করে অন্যান্য সরকারি সংস্থার মতো এটিকেও নিজেদের পেটোয়া পুঁজিপতিদের হাতে তুলে দিতে পারে।
নেটওয়ার্কের জন্য অর্থ খরচ করলেও গ্রাহক নেটওয়ার্ক পাবেন না। সবচেয়ে বিরক্তিকর হলো সার্ভিস দেওয়ার নাম করে জোরজবরদস্তি ফ্ল্যাশ মেসেজ পাঠান।
একটা টেলিফোন করতে গেলে একজন গ্রাহককে ১৩/১৪ টি ফ্ল্যাশ মেসেজ মুছতে হবে।
কোন ভাবেই এর থেকে মুক্তি নেই,
একমাত্র সমাধান, সরকারি প্রত্যাশা মতো অন্য কোন কোম্পানির কানেকশন নেওয়া।
Irritating
BSNL
I’ve been using a BSNL SIM card for a long time. Presently, whenever I am trying to make a call with the BSNL sim card, I have had to remove at least 13 or 14 flash messages from my phone screen. I have tried every possible way, but alas, with no results. By default, they are providing a Buzz service, which cannot be deleted. As the only nationalised telephone operator, they are providing the worst possible network services. I think that in this way, the present government is trying to compel the users to go for private companies and make BSNL a sick company so that this company is to be sold out.
If cent govt may implement a law against any workers’ union in the BSNL,sector then the BSNL may turn on the biggest profited telecom dipartment in India than anyone else of the existing company, it is most rediculas to turn 4g into 5g in between DECEMBER as per MINISTER’S version , Whereas the 3g service is incomplete, at present please confirm when we can get the complete 4g service and the period of DECEMBER in which year then next .
Plz start 4G network at first. Then think for 5G network.
Airtel থেকে BSNL এ পোর্ট করেছিলাম, sim চালু হতেই মাথায় হাত , 2G নেটওয়ার্ক , বাধ্য হয়ে 90 দিন BSNL এ কাটালাম , সেই সাথে jio sim নিতে বাধ্য হলাম , খরচ কম করতে গিয়ে , উল্টো হয়ে গেল
In Diglipur Andaman that BSNL 4g Services speed about 1.5kbs maximum 1mb speeds ,so their no good service on bsnl.